বি এম রুবেল আহমেদ
৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৮মে উপজেলা পরিষদ নির্বাচন তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩৮টি ভোট কেন্দ্রের ২৪৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে অবস্থান করে। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ মহিলা ৪৩ হাজার ৭১২জন।
প্রদত্ত ভোটের ১৩০৮৪ ভোট পেয়ে চিংড়ি মাছ প্রতীকের বিএনপির বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনােয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাপ পিরিচ প্রতীকের মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১০৭৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বহিস্কৃত বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৫৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ পেয়েছেন ১১৫৮৯ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা যুলীগের মোসাঃ শাহাজাদী বিশ্বাস ভোট ২১৫৮৩ পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ পেয়েছেন ১৩৬৪৪ ভোট। শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে পাঁচটিকরি আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে কাপ পিরিচ ও চিংড়ি প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে চিংড়ি প্রতীকের আজম আলী নামের এক কর্মী আহত হয়। এ ঘটনায় কাপ পিরিচ প্রতীকের এক কর্মী তোতাকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। যার কারণে ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাজাহান মানিক বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।