নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ভারতের মুম্বাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)।
তাঁর মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও নাচোল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ হলে নাচোলের সর্ব স্তরের জনসাধারণ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশে সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার বিদেহী আত্মার শান্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবিহা সুলতানা বিসিএস(প্রশাসন) ৩০তম ব্যাচের সদস্য ছিলেন। তিনি নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২৮/১০/২০১৮ তারিখে যোগদান করেন ও ১৫/০৯/২০২১ তারিখ পর্যন্ত নাচোলে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
সেখানে তিনি ২১ মার্চ/২০২৪ তারিখে সহকারী পরিচালক(প্রশাসন ও অর্থ), সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে কর্মরত ছিলেন। সাবেক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার মৃত্যুতে নাচোল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা রিপোটার্স ইউনিটি, উপজেলা প্রেসক্লাব ও বরেন্দ্র প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগসহ সকল স্তরের জনসাধারণ শোক জ্ঞাপণ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।