নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৪'শ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।
এ ছাড়াও বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর। উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় নাচোল উপজেলার ৪'শ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়েছে।