নওগাঁ প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় নওগাঁর মান্দায় আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বনাঢ়্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু। এরপর মান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, নওগাঁ জেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল বাকী, মান্দা উপজেলা আ. লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।