নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শনে শ্রী মনোজ কুমার
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন তিনি।
ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় পৌঁছলে তাকে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান স্বাগত জানান।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
পরিদর্শন শেষে নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর চায়ের দাওয়াতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।
আলোচনা শেষে শ্রী মনোজ কুমার নাচোলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সুবিধা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসন ও পৌর মেয়রকে আহ্বান জানান তিনি।