চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি।
রবিবার (৪ আগষ্ট) সকালে জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজ সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মো. মুখলেসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্র লীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।