চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারীকে গ্রেফতার করেছে বিজিবি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।
আজ শনিবার (১০ আগষ্ট) দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারী। তার বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলি’র ছেলে মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তার কাছে থাকা নগদ ২৮ হাজার ৫০০ ১টি ডেবিট কার্ড ও ১টি ব্যাবহৃত মোবাইল ফোনসহ সোনামসজিদ বিওপির টহলদল আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ৫ আগস্ট হতে বোনের বাড়িতে পালিয়ে ছিল। সে গা ঢাকা দেয়ার জন্য ভারতে পালিয়ে যেতে চেয়েছিল।
উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে নগদ টকা, credit কার্ড ও মোবাইলসহ শিবগঞ্জ থানায় মামলা করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।