চাঁপাইনবাবগঞ্জে ৪ ডেঙ্গুজ্বরে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। সদর উপজেলায় দুই জন ও ভোলাহাটে দুই জন আক্রান্ত রয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। মঙ্গলবার ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে।
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ডেঙ্গু কর্নারে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। বলেন কয়েকদিন থেকে গড়ে ২ থেকে ৩ জন রোগী ভর্তি থাকছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেন এ মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও ভোলাহাট উপজেলায় ২ জন ভর্তি রয়েছেন। এ বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।