চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেছেন শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটাতে হবে। দুর্নীতি বঞ্চনা মুক্ত দেশ গড়তে হবে। এ জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি পালন করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আপনারা সুনির্দিষ্ট তথ্য দিবেন ব্যবস্থা নিব। প্রথমে নিজ দপ্তর শতভাগ দুর্নীতি মুক্ত করতে চান। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা।