রবিবার, ৫ই শ্রাবণ ১৪৩২, ২০শে জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

”সবুজে সাজাই বাংলাদেশ, শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে গতকাল সকাল জেলা শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদ ৫ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা। এই কার্যক্রমে সহযোগিতা করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ও জেলার স্বনামধ্য কৃষি খামার ‘মনামিনা কৃষি খামার। জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের এমন পরিবেশ বান্ধব কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ এই কর্মসূচীর সফলতা জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা, সুধিজন, শিক্ষার্থী, অভিভাবকগণ শিক্ষকগণ।

চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মানিত অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা। ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালেক্টরেট ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য আলহাজ্ব শামসুল হক, জেলা গার্ল গাইড এর সম্পাদক রোকসানা আহমদ।

এসময় এছাড়ও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আকবর হোসেন, কবি এনামুল হক তুফান, অব. প্রধান শিক্ষক ফারুকা বেগম, জেলা গার্ল গাইড এর কমিশনার গৌরি চন্দ সিতু, রাইহানুল ইসলাম লুনা, আমিনুল ইসলাম আবির, কালেক্টরেট ইংলিশ স্কুলের শিক্ষকগণ, কৃষি উদ্যোক্তা মোনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাবু, দৈনিক চাঁপাই দর্পণ’ এর স্টাফ রিপোর্টার মোঃ ইশাহাক আলী, আইটি সহকারী রাশিদা রুমকী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, আমিরুল মোমেনীন জীবন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সম্ভাব্য সদস্য (স্বেচ্ছাসেবী) আহমেদ বিপ্লবসহ অন্যরা। বৃক্ষারোপন কর্মসূচীর সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। পরে নয়াগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। এসময় নয়াগোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাঃ সাহেরা খাতুনসহ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকগণ।

এছাড়াও বেলা ১২টায় খোশালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় খোশালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাঃ মুসলেমা খাতুন। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন স্থানীয় সমাজ সেবক মোঃ আশিকুর রহমান মুন্না,  গোলাম তাসির ও বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ। সকল কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টা, নিম, মেহগনি, অর্জুন বান, কাঠবাদাম, মিষ্টি তেঁতুল, মিষ্টি আমড়া, বিভিন্ন ফুলের গাছ, আকাশমণি ও ঝাউগাছের ৫ শতাধিক চারা লাগানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাব ও সকলের প্রচেষ্টায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদ বিশিষ্টজনদের।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…