নিউজ ডেস্ক
গাইবান্ধায় ২৬ বোতল বিদেশি মদসহ মো. মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মো. দুলু মিয়ার ছেলে। তিনি কামারজানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক বেলে জানা গেছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, মঙ্গলবার রাতে কামারজানী এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় ২৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে মারুফ হাসানকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, মারুফ হাসান দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। সকালে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বকর কাজল বলেন, মারুফ হাসান কামারজানি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। কিছু আগে শুনলাম তাকে মাদকসহ র্যাব গ্রেফতার করেছে। জেলা যুবলীগ নেতাদের সঙ্গে কথা বলে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।