আব্দুল কাদির
বুধবার বিকেলে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়তনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিউলী বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়তনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব প্রভাস চন্দ্র রায়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান ও শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২৫ ধরণের পিঠা, নকশী কাঁথা ও হস্তশিল্পের প্রর্দশনীসহ ৭০টি স্টল স্থান পেয়েছে।