শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম মৌসুম বিষয়ক পরিকল্পনা সভা অনু্ষ্িঠত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের আয়োজনে সুইজ কন্টাক্টের সহযোগিতায় পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, বীরমুক্তিযোদ্ধা জোবায়ের আলী, আম উদ্যেক্তা আহসান হাবিব, ইসমাইল হোসেন শামীম খান ও আম আড়তদার রুহুল আমিনসহ অন্যরা।
বক্তারা- স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষে আম উৎপাদনে সমস্যা চিহ্নিত, সম্ভাবনা ও উত্তোরণ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।