শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে প্রায় ২৭ ভরি স্বর্ণাংলকার চুরির পর ফের একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
রবিবার সকালে হাসপাতালের ডিজিটাল এক্সের পেছনের নার্সেস কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এর আগের চুরির ঘটনায় মুল আসামিরা আটক না হওয়ায় এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ হাসপাতালের কয়েকজন স্টাফ জড়িত থাকার বিষয়টি জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া না হওয়ায় আবারো এমন চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে- হাসপাতালে কর্মরত অফিস সহকারী সাব্বির আহম্মেদ ও আয়া শামসুন্নাহার প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ৮টার দিকে হাসপাতালে বেরিয়ে যাবার পর দুপুরের আগে কোন এক সময় এ ঘটনা ঘটেছে। বেলা ১টার দিকে তারা কোয়াটারে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন।
সাব্বির আহম্মেদ জানান, তার কোয়াটারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। রবিবার তারা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ঘরের আলমারি ভেঙে ৫ আনা সোনার গয়না চুরি, একই ওজনের একটি রুপার ব্রেসলেট ও ১৪ হাজার টাকা চুরি হয়। একই সময় পাশের বাসায় একই কায়দায় ঢুকে ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ সময় বাসার সব আসবাবপত্র এলোমেলো পড়ে ছিল।
তিনি আরো জানান, ঘটনার ৫ মাসেও আগের চুরির ঘটনায় আসামিরা আটক না হওয়ায় বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় তারা আতঙ্কে বাস করছেন। এরই মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তির কারণে এ চত্বর আর নিরাপদ নয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া তিনি জানান, সরকারি কাজে বাইরে থাকায় এসআই খোকনের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেয়ার প্রস্তুতির পাশাপাশি তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন সকালে সরকারি হাসপাতালের নাসের্স কোয়ার্টারে মেডিকেল টেকনোলজিষ্ট ও রেডিওলোজি মনিরুল ইসলাম ও সিনিয়র নার্স সাকেরা খাতুন দম্পতির বাড়িতে ঢুকে ২৭ ভরি স্বর্ণলংকার ও লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।