শিবগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকালে কানসাট ইউনিয়ন যুবদলের আয়োজনে বলাকা মার্কেটের সামনে থেকে একটি র্যালী বের হয়ে কানসাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদ বিশ্বাস। এতে আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ময়েজ উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলীসহ অন্যরা।