শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাহাবুব মোল্লা (৩২) নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি।
আটক ব্যক্তি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পশ্চিম শখারপাড় গ্রামের রহমান মোল্লা ও লাইলি বেগম দম্পতির ছেলে।
গতকাল শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মাহাবুব মোল্লা। এ সময় স্থানীয় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিজিবির দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন