আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কানসাট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।
কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা ওয়ার্ড সদস্য মোসাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোহাঃ ইমরান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানসাট ইউনিয়ন শাখার রবিউল ইসলাম।
সভায়, শিশুশ্রম আইন ও শিশুদের বিভিন্ন শ্রম থেকে বিরত থাকা এবং শিশুদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার আহ্বান জানানো হয়।
শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি কানসাট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়।