শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া সাহানবান্ধা গ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশন কনসাট ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বিকেল ৫ টার সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানসাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিমুল হক, সেক্রেটারি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাংক লরি কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক সুমন, দেশ এন্টারপ্রাইজ সিএনএফ, ও আবু সুফিয়ান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিবগঞ্জ উপজেলা শাখা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল শ্রমিক নেতৃবৃন্দ ওগণমাধ্যম কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা ও রমজানের পবিত্রতা ও মহত্ত্ব নিয়ে আলোচনা করেন।
পরে প্রায় ছয়শো শ্রমিক নিয়ে ইফতার করেন।