শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি বাড়ি অগ্নিকাণ্ডে অষ্মিভূত হয়েছে। শনিবার আনুমানিক ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোর একালাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবেস কর্মকারের ছেলে ডাকু কর্মকারে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিগে খড়ের পালায় কে বা কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা স্থানীয়রা আগুন নিভাতে গেলেও নিভাতে সক্ষম হতে হয়েছি। তবে, উপজেলা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন কিছু টা নিয়ন্ত্রনের আনতে সক্ষম হয়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি নিভতে সক্ষম হয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ তোজ্জামেল হক সরজমিনে এসে দেখেন এবং খোজ খবর নিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।