রবিবার, ১২ই শ্রাবণ ১৪৩২, ২৭শে জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। রবিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষায়াদি তুলে ধরেন।

জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, এর সঞ্চালনায় মোঃ মাহামুদুল হক (মাহমুদ মিয়া) চেয়ারম্যান, মোবারকপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, অভিভাবক, হযরত আলী, পল্লী চিকিৎসক, মুকলেসুর রহমান, জালাল উদ্দিন, রুব্বান আলী, মারুফ বিল্লাহসহ অনেকে।


সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। আলোচনায় বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।

বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে ।

বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সময় মতো প্রশাসনকে জানাতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরলে-ই তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…