নিউজ ডেস্ক
জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প। অনেক বছর আগেই হার্লে ডেভিডসনের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করছে। প্রথমে ‘হার্লে ডেভিডসন এক্স ৪৪০’ সামনে আসে। এবার এল হিরো মোটোকর্পের নতুন বাইক। এর নাম দেওয়া হয়েছে ‘মারভিক’। এটাই হিরো মোটোকর্প লাইনআপের নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে।
হিরো মারভিক ৪৪০ বনাম হার্লে ডেভিডসন এক্স ৪৪০-ইঞ্জিন এবং গিয়ারবক্স: দুটি বাইকেই ৪০০সিসি-র এয়ার অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬০০০ আরপিএম-এ ২৭ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ টর্ক আউটপুট ৪০০০ আরপিএম। হিরো মারভিক ৪৪০ ৩৬ এনএম পিক টর্ক উৎপন্ন করছে। এছাড়া বাইকে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ’। বাইকের সামনে ৪৩এমএম কেওয়াইবি আপ-সাইড ডাউন ফর্কের সেট সহ ৭ সেট টুইন শক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হিরো মোটোকর্পে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রোলিক টুইন শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে।
বাইকের ব্রেকিং সিস্টেম একরকম। সামনে দেওয়া হয়েছে ৩২০ মিমি ডিস্ক এবং পেছনে ২৪০ মিমির ডিস্ক। এর পাশাপাশি থাকছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। হার্লে ডেভিডসন এক্স ৪৪০-এর দাম ভারতীয় বাজারে ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার রুপির মধ্যে। দুটির দামই এক্স-শোরুম। হার্লে এক্স ৪৪০ তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে-ডেনিম, ভিভিড এবং এস। তবে হিরো মারভিক ৪৪০-এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা।