সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের আলিনগর ইউনিয়নের আলিনগর স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান প্রজেক্টের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোর্নাদী, সুধীজন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিজ্ঞান চর্চার প্রতি শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে। আজকের এই আয়োজন দেখে আমি মুগ্ধ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশুনার গুরুত্ব ও মনোযোগ আরো বাড়িয়ে তোলে। প্রত্যেকে তাদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর সুযোগ পায়। এ ধরনের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন আবিষ্কারে উদ্বুদ্ধ করবে।
তিনি আরো বলেন, আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের জগদীশচন্দ্র বসু, নিউটন ও আইনস্টাইনের মতো বিজ্ঞানী হয়ে উঠবে। তিনি প্রতিষ্ঠানের সারা বছরের সহশিক্ষা কার্যক্রমের প্রশংসাও করেন। প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা ২৫ টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন।