চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ৬ জুলাই শনিবার বিকেল সাড়ে চারটার সময় ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহজাদী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসাঃ সুরাইয়া ডলির সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া খায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু বিশ্বাস সহ উপজেলার চার ইউনিয়নের যুব মহিলা লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।