কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর-মালোপাড়ার পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজারামপুর ও নামোরাজারামপুর এলাকার জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম মিনহাজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, অ্যাডভোকেট মোঃ খাইরুল ইসলাম, সাবেক ব্যাংকার মোঃ আকতারুজ্জামান, মোঃ হেলাল উদ্দিন, শিক্ষক মোঃ মারুফুল হক, আরিফা খাতুন, সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, প্রভাবশালী মহল মহানন্দা নদীর রাজারামপুর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন ও নদী ভাঙনসহ উক্ত এলাকার শতশত বসতবাড়ি, আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
উক্ত এলাকার রাস্তা দিয়ে প্রতিদিন বালু ভর্তি শত শত ট্রাক, ট্রাক্টর ও ট্রলি চলাচল করায় রাস্তার পাশে থাকা দোকান, বাড়িঘরে ধূলাবালি প্রবেশের পাশাপাশি যানবাহনের বায়ুদূষণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ।
এছাড়া চরে বালু না থাকায় নদীর অববাহিকার আবাদী জমি কেটে নেয়ার ফলে ফসলী জমি বিলীন হয়ে পড়ছে। তাই অবিলম্বে বালু ও মাটি কাটা বন্ধের দাবী জানান বক্তারা। প্রশাসন বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করবে বলে জানান বক্তারা।
পরে স্থানীয় নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।