রবিবার, ১২ই শ্রাবণ ১৪৩২, ২৭শে জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বালুবাগান আহলে হাদিস জামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব চরমে

ছবিঃসংবাদ সম্মেলন

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের বালুবাগান আহলে হাদিস জামে মসজিদ এর সাবেক সাধারণ সম্পাদক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সাহাব উদ্দীন কে সামাজিক ভাবে লাঞ্ছিত ও শারিরীক ভাবে আহত/রক্তাক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নিউ বালুবাগান আবাসিক এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলন টি হয়।এ সময় উপস্থিত ছিলেন, আবুল হোসেন পাটুয়ারি, জিহাদ কাদের, মাইনুল হাসান ডিউক, মাইনুল ইসলামসহ স্থানীয়রা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউ বালুবাগানসহ নিকটবর্তী এলাকাবাসীর নামাজের জন্য মসজিদ টি প্রতিষ্ঠা করা হয়। মসজিদ নির্মাণের জায়গার জমির দাতা, মসজিদের অবস্থান এবং সিংহভাগ মুসল্লী নিউ বালুবাগান মহল্লার বাসিন্দা। কিন্তু মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘ দিন ধরেই দ্বন্দ্ব বিরাজ করে আসছিল যা একাধিক বার সহিংস রুপ ধারণ করেছিল। সর্বশেষ গত ২০২০ সালের ২৬ নভেম্বর উভয় পক্ষে ৫ জন করে সদস্য নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক বিশ্লেষণের পর সংসদ সদস্য আব্দুল ওদুদ এর সরাসরি হস্তক্ষেপে ও নির্দেশনায় একটি কার্যকরী কমিটি, গঠনতন্ত্র ও মসজিদ পরিচালনার নীতিমালা চুড়ান্ত করা হয়।

মসজিদ কমিটির মেয়াদ ধার্য করা ৩ বছর। নির্দেশনা অনুযায়ী বর্তমান (বিলুপ্ত) কমিটি ১ ফেব্রুয়ারি ২০২১ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বলবৎ ছিলো। কমিটির মেয়াদ শেষ হবার ১ মাস আগে মসজিদ কমিটি উপদেষ্টা মন্ডলীর সাথে আলোচনা ক্রমে পূণরায় ৩ বছর মেয়াদে নতুন কমিটি উপস্থাপন করবেন। উপদেষ্টা মন্ডলী কমিটি গঠনে ব্যর্থ হলে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের দ্বারা নতুন কমিটি গঠন করতে হবে।

এরই ধারাবাহিকতায় বর্তমান বিলুপ্ত কমিটির মেয়াদ শেষ হলে গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক কমিটি গঠন সংক্রান্ত চিঠি ইসু করেন। কিন্তু সভাপতি লুৎফল হক স্বেচ্ছাচারিতা করে স্বঘোষিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় মসজিদে স্থানীয় মুসল্লীগণের সমর্থনে সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন প্রতিবাদ জানালে তাঁকে সকলের সামনে প্রকাশ্য দিবালোকে বিভিন্ন মানহানিকর গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন মূলক কথা বলে সামাজিক ভাবে লাঞ্ছিত করা হয়। এতেও ক্ষ্যান্ত না হয়ে নিয়াজ উদ্দিনের ৩ ছেলে আব্দুল হাই, আব্দুল খালেক, আব্দুল মতিন, একরামুলের ছেলে মোমিনুল ইসলাম কালু, হুমায়ুন কবিরের ছেলে দুরুল হোদা দুখু, আব্দুল লতিফের ছেলে মমিনুল ইসলাম মমিন, বেলায়েত আলীর ছেলে সাইদুর রহমান, আব্দুর রহমান এর নির্দেশনা ও হুকুমে সম্প্রতি সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন এর উপর অতর্কিত হামলা করেন এবং তাঁকে শারিরীক ভাবে আঘাত করে রক্তাক্ত করেন।

এ ঘটনায় নিউ বালুবাগান মহল্লাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এদিকে অভিযোগ বিষয়ে একজন জানান, সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…