নিউজ ডেস্ক
স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । বুধবার দুপুরে জেলা শহরের পাঠানপাড়ায় দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, দৈনিক চাঁপাই চিত্র'র সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জামশেদ আলী,স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির তারেক রহমান, সময় টিভির জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। উপস্থিত সকলেই মাই টিভির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।