নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নাচোল পৌরসভা সম্মেলন কক্ষে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এম কোরাইশী মিলু, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম ও আম রপ্তানিকারক বদিউজ্জামান, হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. জহুরুল ইসলাম।
কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদকরণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ।