চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের আওতায় হেড ট্যাংক নির্মাণ, আরসিসি ইরিগেশন ওপেন ক্যানেল, পাম্প অপারেটিং প্লাটফরম, স্লোপ প্রটেকশন ইউপিভিসি ব্যারিড পাইপ ও আরসিসি ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনকা এলাকয় এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
এসময় চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকল্পটি বাস্তবায়নে চুক্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাই নবাবগঞ্জ। এই প্রকল্পটি বাস্তবায়ন শেষে অগ্রণী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।