চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১২মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সরকারি মহিলা কলেজের প্রভাষক শরীফা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
আলোচনা সভায় অতিথিরা বলেন, প্রত্যেক মা ১০ মাস ১০ দিন পেটের ভেতরে অতীব যত্নে শিশুকে আগলে রাখেন। শিশুর জন্মের পর থেকে লালন-পালন করে থাকেন। সে মা'কে কখনোও কষ্ট দেয়া উচিত নয়। প্রত্যেক মায়েদের সেবা যত্ন নেয়ার আহ্বান জানিয়েছেন।