চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়নের আওতায় ৫০% ভর্তুকিতে ধান ও গমসহ বিভিন্ন ফসল কাটার ১ জনকে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি ও ১ জনকে মেইজ শেলার স্টাটারের চাবি বিতরণ করা হয়।
সোমবার ( ১৩ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন।
এ এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ।
উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার ১৫ লাখ ৬৫ হাজার টাকায় ও মেইজ শেলার ৬৫ হাজার টাকায় ২জনকে প্রদান করা হয়েছে। এদিন ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের শহিদুল ইসলামের নিকট কম্বাইন হারভেস্টার ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের আব্দুর রৌফকে মেইজ শেলার প্রদান করা হয়। এর আগে ১জনকে কম্বাইন হারভেস্টার প্রদান এবং আরো ২জনকে প্রদান করা হবে।