চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার' প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভুমি জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব নিজামুল কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, সরকারের উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা রোধ, গুজব ও সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, ২০৫০ সালে গড় আয়ু হবে ৮০ বছর ৭৫ সালে ৮৫ বছর। তখন বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। বৃদ্ধকালে মানুষ অসহায় ও নির্ভরশীল হয়ে পড়ে। তখন তাদের জন্য এ পেনশন স্কিম বড় ভুমিকা পালন করবে। তিনি মায়েদের তাদের সন্তানকে বাল্য বিয়ে না দেবার ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে বলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন জনাব আব্দুল আহাদ, জেলা তথ্য অফিসার (রু.দা.), চাঁপাই নবাবগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পরিমল কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার, শিবগঞ্জ, আব্দুর রকিব, অধ্যক্ষ, পুকুরিয়া মহিলা কলেজ, জনাব কুনাল মুখার্জি, সহসভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, শিবগঞ্জ, জনাব পার্থ মুখার্জি, সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি , প্রধান শিক্ষক, বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউপি সদস্য।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন- গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
সর্বজনীন পেনশন স্কিম,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, সন্ত্রাস, গুজব,অপরাজনীতি, তাপদাহে করণীয়,কিশোর অপরাধ, এবং মোবাইল ফোনের অপব্যবহার - এ বিষয়গুলো নিয়ে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে।
সভায় ২০০ জন নারী অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও সর্বজনীন পেনশন স্কিমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।