চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের লক্ষ্যে চার্জার ভ্যান বিতরণ করেছে জেলা পরিষদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ৪টি অটো চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চত্বরে চারটি চার্জার ভ্যান বিতরণ করে জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, সদস্য সাবিহা শবনম কেয়া, সদস্য কবির খান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্যান্যরা।
সূত্রে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ২০২২/২৩ অর্থবছরে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (গোমস্তাপুর) সাবিহা শবনম কেয়া'র গৃহীত প্রকল্পে চারজন বেকার যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চার লক্ষ টাকা ব্যয়ে ৪টি অটো চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।