চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
দিবস টি উপলক্ষে শুক্রবার (৩১মে) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্য্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।