চাঁপাইনবাবগঞ্জে ৫ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ইউনিয়ন ভূমি সহকারী এবং উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের ৫ দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০২ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সীসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।