চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।