চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আবিদ হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুটির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই মাস্টারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, সোমবার (১০ জুন) দুপুর বন্ধুদের সঙ্গে রেহাইচর গ্রামের সামনে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়দের খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে বিকেলে দিকে মৃতদেহ উদ্ধার করত সক্ষম হয়।