চাঁপাইনবাবগঞ্জে ১০ টি যুব সংগঠনের মাঝে চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জেযুব কল্যান তহবিল থেকে ১০টি যুব সংগঠনসমূহকে অনুদান হিসেবে ৫ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন)বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অপর দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পৃথক একটি আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে ৯০ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।