গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি,কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সাংস্কৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতিমূলক মতবিনয়ের সভা করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।
বৃহস্পতিবার( ০৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি, নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস,বিএমডি কর্মকর্তা আহসান হাবীব প্রমূখ।