শিবগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম কনকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রত্যক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিনেটসহ বালাইনাশক দেয়া হয়।