শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাহিত্য মঞ্চের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ, ডা. তড়িৎ কুমার সাহা ও শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেখা রানী মনিগ্রামসহ অন্যরা।
বক্তারা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।