গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রহনপুর পৌরসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৩১ টি মন্ডপে ১৫ অক্টোবর মঙ্গলবার হতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। উপজেলার ৩১ টি মন্ডপে নির্বিঘ্নে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও সার্বিকভাবে নজরদারি করছেন স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, রেপিড একশন ব্যাটেলিয়ন ও বিজিপি।
উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির একাধিকবার বৈঠক করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে ও তাদের অবস্থান থেকে সহযোগিতা করছেন। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সাথে কথা হলে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং সমাজসেবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত সমিতির সদস্যদের দিয়েও একটি মনিটরিং টিম গঠন করা হয় । যা তারা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ কে কেন্দ্র করে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে । ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে শারদীয় দুর্গাপূজা নির্ভীক ভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন মন্ডপে মন্ডপে সরজমিনে ঘুরে দেখা যায় যে, নিরাপত্তা ও পরিবেশ দেখে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল আচরণ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আন্তরিকতা ও সহযোগিতা দেখে মন্ডপে ঘুরতে আসা সনাতন ধর্মাবলম্বীরা উচ্ছাস প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন ঠাকুর বলেন, আমরা এতটাই আনন্দিত ও গর্বিত যে, উপজেলা প্রশাসন ও সকলের সহযোগিতায় আজ আমরা বেশ আনন্দে শারদীয় দূর্গা উৎসব উদযাপন করছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলার প্রধান উপদেষ্টার শ্রী মনোতোষ কুমার ঠাকুর এর সাথে কথা হলে তিনি জানান, আমরা বেশ আনন্দেই আমাদের শারদীয় দুর্গাপূজা পালন করছি। আমি সহ আমার নেতৃবৃন্দরা উপজেলার ৩১ মন্ডপ পরিদর্শন করেছি কোথাও কোন অসহযোগিতার ঝাপ লক্ষ্য করিনি। আমরা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ইজ ভ্যান টেক এশিয়া লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস ইসলাম খোকন জানান এমন পরিবেশ দেখে আমি মুগ্ধ । আমরা সবাই ভাই ভাই আমাদের পরিচয় একটাই আমরা বাঙালি। যার যার ধর্ম ও উৎসব নির্বিঘ্নে পালন করবে এটাই স্বাভাবিক আর সেই দিক থেকে আমরা সবার উপরে। কারণ সম্প্রীতির সাহায্যপূর্ণ বাংলাদেশের নাগরিক আমরা।
উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩১ টি মন্ডপের মধ্যে রহনপুর পৌরসভায় ৭টি, আলিনগর ইউনিয়নে ১ টি, বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২টি, রহনপুর ইউনিয়নে ২টি, বোয়ালিয়া ইউনিয়নে ১টি, গোমস্তাপুর ইউনিয়নে ৪টি, চৌডালা ইউনিয়নে ৬টি, রাধানগর ইউনিয়নে ৬টি, পার্বতীপুর ইউনিয়নে ২টি সর্বমোট ৩১ মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।