চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ০৮ ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপি'র আয়োজনে শনিবার(১২ অক্টোবর) সন্ধ্যার পরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপি (সদস্য সচিব) নুরুল ইসলাম সেন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,রহনপুর পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুল আল রাইহান, গোমস্তাপুর ইউনিয়ন সদস্য সচিব মার্জুক আহমেদ, বিএনপি নেতা আতাউর রহমান(ভুলু) যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, রহনপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ারুল ইসলাম, মাহবুব আলম, প্রমূখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।