চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৫ নং ওয়ার্ড শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা হাসপাতাল চত্বরে ইউনিট সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। ১৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহঃ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, শাহনেয়ামতুল্লাহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহঃ প্রভাষক মোঃ আবু সায়েম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল দেখেছি, ক্ষমতা দেখেছি। দল পাল্টিয়ে কোন লাভ হবে না। বাংলাদেশের আপামর জনসাধারণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। ৫৩ বছর আর পাকিস্তান আমলের ২৫ বছর মিলিয়ে ৭৮ বছর দেখেছি কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। হয়েছে মন্ত্রী, এমপি, ডিসি-এসপি’র। শ্রমিক, মজুর ভাইদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এমনি একটা পার্লামেন্ট জাতিকে উপহার দিতে হবে, যেখানে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, আইন ব্যবস্থার পরিবর্তন হবে। এজন্য জনমত গঠন ও ঐক্যবদ্ধ হতে হবে। স্লোগান হবে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। আল্লাহর আইন ছাড়া কোনো মুক্তি নেই। সবার দেখা শেষ, আগামী দিন আল কুরআনের বাংলাদেশ।
তিনি আরো বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। এবার আমরা আল্লাহ’র আইন দেখি। এ স্লোগানগুলো প্রতিটি জায়গায় মানুষের মাঝে পৌঁছিয়ে দিতে হবে। আপামর ছাত্রজনতা পরিবর্তন দেখতে চায়, সংস্কার হওয়া চায়। এ পরিবর্তনের সুরে সূর মিলিয়ে আগামী দিনে এগিয়ে আসবে। তাহলে একটি সুন্দর সোনার বাংলা পাবো, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো। যে ছাত্রজনতা ও কৃষক রক্ত দিয়ে তাদের একটি স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ। এই বৈষম্যমুক্ত বাংলাদেশ দিতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা।
সাবেক এমপি লতিফুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য বিচারের নামে প্রহসনের মাধ্যমে দলের শীর্ষনেতাদেরকে ফাঁসি দিয়েছে। দ্বীন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শেষে হাসপাতাল রোড ইউনিট কমিটি গঠন করা হয়।