সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মহানন্দায় রাবারড্যাম দিয়ে পানি সংরক্ষণ শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ রাবারড্যাম নির্মাণ করা হয়েছে উত্তর-পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে। সামান্য কিছু কাজ বাকি থাকলেও রাবার ফুলিয়ে এরই মধ্যে পানি সংরক্ষণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মহানন্দা নদীর প্রবাহ এবং নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধিকরণ, বর্ষা পরবর্তী মৌসুমে ক্ষুদ্র সেচের জন্য পর্যাপ্ত পানি প্রাপ্যতা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন হতে বছরপ্রতি নিট ইনক্রিমেন্টাল বেনিফিট ৫৫৮৩.৬৫ লাখ টাকা অর্জন, মহানন্দা নদী বেসিন এলাকায় পরিবেশের ভারসাম্যের উন্নয়ন, মহানন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনা, মাছের আবাসস্থল উন্নয়ন, মাছ উৎপাদন হতে বছরপ্রতি নিট ইনক্রিমেন্টাল বেনিফিট ২৩৭.৬৪ লাখ টাকা অর্জন এবং ২৪ হাজার হেক্টর জমিকে কৃষির আওতায় এনে ১৮ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ প্রদানের মাধ্যমে প্রতি বছর ৩৯ হাজার ৩৩৭ মেট্রিক টন অতিরিক্ত শস্য উৎপাদন করে প্রকল্প এলাকায় প্রায় ৫ লাখ জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষে ২০১৭ সালে মহানন্দা নদী খনন ও রাবারড্যাম নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়।

নদী খনন কাজ শেষ হলেও রাবারড্যাম নির্মাণ কাজ বাস্তবায়নের সময় বৃদ্ধি করে নির্ধারণ করা হয় আগামী বছরের ২৫ জুন পর্যন্ত। প্রথমে ৫৭ কোটি টাকার প্রকল্প থাকলেও পরবর্তীতে জমি অধিগ্রহণসহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৪৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব জানান, নদী খনন কাজ অনেক অগেই শেষ হয়। আর রাবারড্যামের কিছু কাজ বাকি থাকলেও পানি সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব, ভূগর্ভস্থ পানির ব্যবহার, বৃষ্টির পরিমাণ কমে যাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকা পানিশূন্য হয়ে পড়ছে। বরেন্দ্র এলাকায় এরই মধ্যে পানির স্তর ভয়াবহহারে নেমে গেছে। এর ফলে বছরজুড়ে নদীতে পানি প্রবাহ ও সেচ কাজে নদীর পানির ব্যবহার নিশ্চিত করতে মহানন্দার নদীর ওপর রাবারড্যাম নির্মাণের দাবি উঠলে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ ও নদী খনন’ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সম্ভাব্যতা সমীক্ষার জন্য দায়িত্ব দেয়া হয় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) নামের একটি প্রতিষ্ঠানকে। প্রায় আড়াই বছর ধরে সম্ভাব্যতা সমীক্ষা শেষে খসড়া নকশা প্রণয়ন করে আইডব্লিউএম। রাবারড্যাম নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে রেহাইচর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর আধা কিলোমিটার ভাটিতে স্থান নির্বাচন করে আইডব্লিউএম।

৩৫৩ মিটার দৈর্ঘ্যরে রাবারড্যাম ও রাবারড্যামের উজান ও ভাটিতে ৩৬ কিলোমিটার নদী খননের জন্য ২০১৬ সালের এপ্রিল মাসে চূড়ান্ত নকশা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ড। চূড়ান্ত নকশায় প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮৭ কোটি টাকা। এরপর পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুমোদনের পর প্রকল্পটি পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি একাধিক কারণ দেখিয়ে প্রকল্পটি অনুমোদন না দিয়ে পরিকল্পনা কমিশন কারিগরি কমিটির মাধ্যমে নতুন করে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাউবোকে নির্দেশ দেয়। পরে কারিগরি কমিটি নতুন করে সম্ভাব্যতা যাচাই করে ১৬০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন। পরে প্রকল্পটি একনেকে পাস করা হলে প্রকল্পের কাজ শুরু হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু