চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘নারী কণ্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’এ প্রতিপাদ্যে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকীব হাসান তরফদার। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহরের লাখেরাজপাড়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অধিদপ্তরের হলরুমে আলেচনা সভা হয়।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ ও সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কর্যালয়ের প্রোগ্রাম অফিসার মোসাঃ উম্মে সুমাইয়া। এসময় জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হবে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়।
জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে।