চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের শিক্ষা ও মানবতা তহবিলের অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন অনুদানের নগদ দেড় লাখ টাকা ৬টি পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবারগুলোকে স্বাবলম্বী করতে, তাদের পছন্দের কর্মসংস্থানের জন্য এ আর্থিক অনুদান চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের শিক্ষা ও মানবতা তহবিলের মাধ্যমে প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক সম্পাদক গোলাম সারওয়ার।