চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, আব্দুল বারেক, এনামুল হক, সাইদুর রহমান, কারিমা আক্তার বানু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম শামসুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সহ-সভাপতি মিম ফজলে আজিম।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।