চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনরূপে গড়ে তুলব। তিনি (তারেক রহমান) শান্তিপূর্ণভাবে দেশে ফিরবেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ বলেন- বাংলাদেশের ইতিহাসে ছাত্রদল হচ্ছে গৌরবান্বিত অধ্যায়। ১৯৭৫ সালের পূর্বে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে, গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল কায়েমের নামে দুঃশাসন কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি অনুভব করেছিলেন বাংলাদেশকে যদি সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে এদেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদের মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করতে হবে। সেই আকাক্সক্ষা নিয়ে সরাসরি তারই অনুপ্রেরণায় যাত্রা শুরু হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের। ছাত্রদল প্রতিষ্ঠার পর শিক্ষাঙ্গনের নৈরাজ্য দূর করেছিল, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিল, দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্রদল, স্বৈরাচার এরশাদ সরকারকে উৎখাৎ করেছিল ছাত্রদল, ছাত্রদল জাতীয়বাতাবাদী শক্তির ভ্যানগার্ড।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৮ বছর শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। বাকশালী কায়দায় কর্তৃত্ববাদী শাসকরা দেশে গুম, খুন অরাজকতার মধ্যদিয়ে দেশের সম্পদ পাচার করে বাংলাদেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল। আজ তার অবসান ঘটিয়েছি আমরা। আমরা জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন শপথ নিবো, দেশে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানচিত্র, পতাকা নিয়ে কোনো ধরনের চক্রান্ত বরদাস্ত করব না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে প্রাণের বিনিময়ে হলেও রক্ষা করব, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকা- আমরা ঘৃণা করব, যারা এসব কর্মকা- পরিচালনা করবে তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব, আমরা বাংলাদেশকে রক্ষা করব, গণতন্ত্রকে রক্ষা করব, গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করব, যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশকে এই উপমহাদেশের মধ্যে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে অন্যতম একটি দেশ হিসেবে আমরা গড়ে তুলব।
জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সহসভাপতি মিম ফজলে আজিম।এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক রানা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব লিপু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার আলী আজগর।