রবিবার, ১৪ই বৈশাখ ১৪৩২, ২৭শে এপ্রিল ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অধরা চাঁপাইনবাবগঞ্জের মাদক সিন্ডিকেটর গডফাদার নুরুল-জুয়েল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতা, স্থানীয় পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই জানেন চাঁপাইনবাবগঞ্জে মাদকের গডফাদার কারা। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও আছে। প্রশাসনের কাছে আছে তাদের বাসাবাড়ির ঠিকানাও। কিন্তু তারা আছেন ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগ উঠেছে, রাজনীতিবীদরা কারবারিদের শেল্টার দিয়ে মাদক উদ্ধারকারী সংস্থার কাজ কঠিন করে তোলেন। এতদিন যারা আওয়ামী লীগ নেতা-এমপিদের প্রশ্রয় পেয়েছেন এখন তারা বিএনপি নেতাদের ছত্রছায়ায়।

স্থানীয়দের প্রশ্ন, মাদক কারবারিরা চিহ্নিত হওয়ার পরও কেন তারা ধরা পড়ছে না? প্রশাসন সবকিছু জানলেও এলাকায় কীভাবে মাদকের বিস্তার ঘটছে? কারা তাদের শেল্টার দিচ্ছে? মাদক উদ্ধারকারী সংস্থা ও গোয়েন্দা তথ্য বলছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. নুরুল ইসলাম ও মো. জুয়েল রানা। দু’জনই চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তারা পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তাদের সহায়তাকারীরা।

নুরুল-জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। মাদকের দুই গডফাদার এতদিন প্রকাশ্যে থাকলেও সম্প্রতি আধিপত্যের দ্বন্দ্বে হওয়া দু’টি বিস্ফোরক আইনের মামলায় তারা পলাতক। তাদের খুঁজছে পুলিশ।

আগের মামলার পরিসংখ্যান অনুযায়ী, ৩টি মাদক মামলার আসামি নুরুল ইসলাম। জুয়েল রানার বিরুদ্ধেও আছে চার মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, ভারতের সীমান্তঘেঁষা পদ্মাপাড়ের ইউনিয়ন চরবাগডাঙ্গার বাসিন্দাদের একটি অংশ মাদক কারবারের সঙ্গে যুক্ত। সেখানকার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদক কারবারের নেপথ্যে জড়িত। জনপ্রতিনিধিরাও মাদক সিন্ডিকেটে জড়িয়ে আছেন। কেউ অর্থ দিয়ে, কেউ হাতবদল করে, কেউ সরাসরি যুক্ত থেকে কোনো না কোনোভাবে এসব চালান পার করতে সহযোগিতা করেন। সরকার পরিবর্তনের পরেও ওই এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এখনও তাদের কব্জাতেই রয়েছে।

স্থানীয়রা জানান, মাদক সিন্ডিকেটের অন্যতম গডফাদার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম। তার পুরো পরিবারই মাদকের সঙ্গে জড়িত। মাদকের ব্যবসা করে নুরুল, তার ভাই-ভাতিজা এবং জুয়েল মেম্বার ও তার পরিবার আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন অভিজাত এলাকায় নামে-বেনামে রয়েছে তাদের একাধিক ফ্ল্যাট, প্লট ও বাড়ি। এতদিন নুরুল-জুয়েল আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মাদক সিন্ডিকেট চালিয়েছেন। দু’জনই আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওদুদের ছত্রছায়ায় থেকে মাদক কারবার চালিয়েছেন। এখন তারা বিএনপি’র মঞ্চে। ফলে ক্ষমতার পালাবদলেও বীরদর্পে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.আমিনুল ইসলাম বলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নে মাদকের বিস্তার অনেক বেশি। মাদক কারবারিদের কারণে এই ইউনিয়নটির বদনাম হয়ে গেছে। জনপ্রতিনিধিরা মাদক কারবারে জড়িত থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কারা মাদক ব্যবসা করে সেটা আমরা সবাই জানি। এটা পুলিশও জানে। তারপরও তারা ধরাছোঁয়ার বাইরে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্‌স) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) অবস্থান আমাদের সবসময়ই আছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পুলিশের সবগুলো ইউনিট মাদক উদ্ধারে সক্রিয়। আশা করি খুব দ্রুতই আমরা মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

এপ্রিল 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…

৮ই মার্চ ২০২৫ বিকাল ০৫:২২ / স্বাস্থ্য

শিবগঞ্জে দুস্থরা পেলেন আলোর সীমান্তের খাদ্যসামগ্রী

৪ঠা মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২১শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৮ / জাতীয়

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহর খোলা চিঠি