মোঃ জমশেদ আলী
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে।
রবিবার (৯ জুন) সদর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় একটি রক্তদানে উৎসাহমূলক আলোচনা সভা ও সদস্য সংবর্ধনা অনুষ্ঠান।
চাঁপাই ব্ল্যাড ডোনেট ফাউন্ডেশন এর উপদেষ্ঠা ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ। সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল,সমাজসেবী আব্দুল গনী ফিটু প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান সিহাব বলেন, আমরা বিশ্বাস করি, একটি রক্তদান শুধু একজন রোগীর জীবন বাঁচায় না, সমাজে মানবিক মূল্যবোধও জাগ্রত করে। তিন বছরে আমরা প্রায় ৫ হাজার ১ শত ২৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছি। আগামীতেও আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল স্বেচ্ছাসেবী সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হলো একটি মানবিক উদ্যোগ, যেখানে মানুষ নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করে। তরুণদের জন্য এটি নেতৃত্ব ও অভিজ্ঞতা অর্জনের এক চমৎকার মাধ্যম, যা ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ সুগম করে স্বেচ্ছাসেবীরা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা অন্য যেকোনো সংকটে তাৎক্ষণিক সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, যা একটি সহনশীল ও সহানুভূতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি বলেন, “রক্তদানের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ খুবই অগ্রসর, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই মানবতার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠন টির সাফল্য কামনা করেন তিনি।
এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতা সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্টা ও সভার সভাপতির বক্তব্যে ডা. মাহফুজ রায়হান বলেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে এটি দীর্ঘমেয়াদী টেকসই ও কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের গত তিন বছরের সাফল্য, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, সংকটকালীন সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিলবোর্ড প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত সবাই সংগঠনের কর্মপ্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।